শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

বিফ কিমা আলু: সহজ ও রসালো রান্নার রেসিপি

বিফ কিমা আলু: সহজ ও রসালো রান্নার রেসিপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু খাবার। বিশেষ করে কাবাবের পাশাপাশি বিফ কিমা আর আলু দিয়েও তৈরি করা যায় সহজ ও টেস্টি একটি পদ—বিফ কিমা আলু। চলুন জেনে নিন এই পদটি কীভাবে ঘরে তৈরি করা যায়।

উপকরণ:

গরুর কিমা – ২৫০ গ্রাম
আলু (কিউব করে কাটা) – ২টি
টমেটো (কিউব করা) – ১টি
পেঁয়াজ কুচি – ২টি
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
লবণ – পরিমাণমতো
হলুদ – ১ চা চামচ
মরিচের গুঁড়া – ১ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো – ২ চামচ
তেজপাতা – ২টি
টমেটো সস – ১ চা চামচ
চিলি সস – ১ চা চামচ
সয়াবিন তেল – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:
১. প্রেসার কুকার চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল গরম করুন।
২. তেল গরম হলে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভেজে নিন।
৩. এবার কিমা ও সব মসলা দিয়ে ভালো করে কষান। অল্প পানি দিয়ে একটি সিটি দিন।
৪. ঢাকনা খুলে আলু দিয়ে আবার কষিয়ে নিন।
৫. টমেটো কুচি, টমেটো সস, চিলি সস ও গরম মসলা যোগ করুন।
৬. পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৭. সেদ্ধ হয়ে গেলে গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন