শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শীঘ্রই জানা যাবে : বাণিজ্য উপদেষ্টা

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শীঘ্রই জানা যাবে : বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সরকার তৎপর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করলে ভালো) সাংবাদিকদের বলেন, “অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান। তদন্ত শেষ হলে সকল প্রকৃত তথ্য জানা যাবে এবং সরকার রিপোর্ট প্রকাশ করবে।”

তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়ীদের সনাক্তকরণ নিশ্চিত করা হবে। সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে প্রতিরোধ করা যায়।

তদন্ত কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা, যাতে প্রকৃত তথ্য নিরপেক্ষভাবে প্রকাশ করা যায়।

বৃহস্পতিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তাঁরা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।

তিনি বলেন, তাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন