শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

জুলাই সনদ ছাড়া নির্বাচন অসম্ভব: নাহিদ ইসলাম

জুলাই সনদ ছাড়া নির্বাচন অসম্ভব: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই। সেটি ছাড়া নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা হবে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে না।”

তিনি আরও জানান, এনসিপি কোনো জোটে যাচ্ছে না, বরং এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলামের ভাষায়, “আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জোট নয়—নীতিনিষ্ঠ রাজনীতিই আমাদের পথ।”

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা আছে, আবার জামায়াতের রয়েছে ঐতিহাসিক দায়ভার। সে জন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বাধার আগে ভাবতে হবে। আপাতত আমরা নিজেরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য বজায় না রাখলে, জনগণের সঙ্গে প্রতারণা করলে সরকার গঠন করেও কোনো সুবিধা করতে পারবে না। জনগণ অধিকার আদায়ে আবারও মাঠে নামবে। সুতরাং নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্য দরকার।

শাপলা প্রতীকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তাদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে। শাপলা প্রতীক না দিলে তাদের থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আসা করা যায় না।

এনসিপির সাক্ষাতকার কার্যক্রমে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও যুগ্ম সদস্য সচিব হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলমসহ জেলা ও বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন