আফগানিস্তান নয়, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নতুন প্রতিপক্ষ নেপাল


আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টগবগ করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটিকে সামনে রেখে কোচ ও খেলোয়াড়দের মধ্যে চলছে ঘাম ঝরানো প্রস্তুতি। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবু থেমে নেই লাল-সবুজের যোদ্ধারা—ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছেন তারা পূর্ণ উদ্যমে।
বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করেছে। নতুন প্রতিপক্ষ হিসেবে নেপালের সঙ্গে মুখোমুখি হবে জামাল-হামজারা।
বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৩ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। শুরুতে একই ভেন্যুতে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের ‘হোম’ ম্যাচটি মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশে আয়োজনের কথা ছিল। তবে মিয়ানমার খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশ-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচেও, যা পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়।
অনাকাঙ্ক্ষিত এই পরিবর্তনের পরই দ্রুত নতুন প্রতিপক্ষের সন্ধানে নামে বাফুফে। অবশেষে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচের চুক্তি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।
কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রস্তুতিমূলক অনুশীলনে থাকা বাংলাদেশ দলের জন্য এই ম্যাচই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতির সুযোগ। ম্যাচটি দলের কৌশল ও শক্তি পরীক্ষার বড় মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করছে ফুটবল বিশ্লেষকরা।
আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতেই মাঠে গড়াবে এই আন্তর্জাতিক ম্যাচটি, যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    