রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, কলকাতায় প্রয়াত আ. লীগের প্রবীণ নেত্রী


আওয়ামী লীগের প্রবীণ নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কনিকা বিশ্বাস কলকাতার কাছে সল্টলেকের মণিপাল হাসপাতালে বুধবার (২৯ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কনিকা বিশ্বাস দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন এবং বেসরকারী হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি।
রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয়। দীর্ঘকাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে দলকে নেতৃত্ব, নীতি নির্ধারণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দল এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কনিকা বিশ্বাসের প্রয়াণে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ জনগণ শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর মৃত্যুতে এক ধরনের শোকস্তব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন কনিকা বিশ্বাস।
তিনি ছয় ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, দফা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।
কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা: সুবোধ বিশ্বাস বলেন, ‘বুধবার বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো।’

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    