শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি সতর্কতা

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি সতর্কতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস সম্প্রতি ভিসাপ্রার্থীদের সতর্ক করেছে, কারণ কিছু পক্ষ নিজেদের দূতাবাস কর্মকর্তা পরিচয় দিয়ে আবেদনকারীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা কোনো তথ্য পাঠানোর আগে প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করবেন।

দূতাবাস জানায়, যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কি না, তবে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্ম ব্যবহার করে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে।

তবে ই-মেইলের মাধ্যমে ভিসা আবেদনের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না, স্পষ্ট করেছে জার্মান দূতাবাস।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন