ইসির গেজেট প্রকাশে নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’


নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি গেজেট প্রকাশের মাধ্যমে ঘোষণা করেছে, নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। এই প্রতীক ব্যবহার করে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রার্থীদের ভোটারদের কাছে উপস্থাপন করতে পারবে।
ইসি জানিয়েছে, প্রতীক তালিকায় সংযোজন প্রক্রিয়াটি স্বচ্ছতা, আইনানুগতা এবং ভোটারদের সুবিধার জন্য সম্পন্ন করা হয়েছে। নতুন প্রতীকটি নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থীদের পরিচয় ও ভোটারদের মধ্যে স্বীকৃতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশন পরবর্তী সময়ে বিস্তারিত গেজেট ও নির্দেশিকা প্রকাশ করবে, যাতে রাজনৈতিক দল ও সাধারণ ভোটার উভয়ই নতুন প্রতীকের ব্যবহার ও প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হতে পারেন।
বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত তালিকায় নতুন প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    