প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক


ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি, জাতীয় বিষয়াদি এবং গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে বৈঠকের কার্যক্রম তদারকি করেছেন এবং সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া অন্যান্য সদস্যরা দেশের বর্তমান প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করেছেন।
উপদেষ্টা পরিষদের বৈঠক দেশের নীতি নির্ধারণ ও কার্যকর প্রশাসন নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে আয়োজন করা হয়। আজকের বৈঠকে বিভিন্ন খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও করণীয় পদক্ষেপ নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।
তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানায় প্রেস উইং।

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    