শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি, জাতীয় বিষয়াদি এবং গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে বৈঠকের কার্যক্রম তদারকি করেছেন এবং সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া অন্যান্য সদস্যরা দেশের বর্তমান প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করেছেন।

উপদেষ্টা পরিষদের বৈঠক দেশের নীতি নির্ধারণ ও কার্যকর প্রশাসন নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে আয়োজন করা হয়। আজকের বৈঠকে বিভিন্ন খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও করণীয় পদক্ষেপ নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানায় প্রেস উইং। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন