শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Natun Kagoj

নভেম্বরেই পুলিশের ইউনিফর্মে নতুন রঙ

নভেম্বরেই পুলিশের ইউনিফর্মে নতুন রঙ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশের পোশাকে আসছে নতুনত্ব। আগামী নভেম্বরেই দেশের পুলিশ সদস্যরা পরবেন নতুন রঙের ইউনিফর্ম—যার প্রধান রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) ধূসর নীলাভ টোনে।

বহু বছর পর পুলিশের পোশাকে এ পরিবর্তন আনছে সরকার, যা আধুনিকতার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। নতুন পোশাকে থাকবে উন্নত মানের কাপড়, আরামদায়ক নকশা ও সহজ পরিচর্যার সুবিধা।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবর্তনের লক্ষ্য শুধু বাহ্যিক নয়—এটি পুলিশের আধুনিক, স্মার্ট ও জনবান্ধব ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে নতুন পোশাক সরবরাহ শুরু হবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্মের রং এবং কাপড়ও নির্ধারণ করা হয়েছে। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে দেখা যাবে। ১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিট নতুন পোশাক পাবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন