ত্বকের ন্যাচারাল গ্লো পেতে কোরিয়ান মাস্ক


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
কোরিয়ান ফেইস মাস্ক শুধু স্কিন কেয়ারের একটি ধাপ নয়, এটি হলো চুলচেরা যত্নের এক নিখুঁত রীতি। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই মাস্কগুলো ত্বককে হাইড্রেটেড, উজ্জ্বল এবং সজীব রাখে। বাড়িতে সহজ উপায়েই বানানো যায় এই মাস্কগুলো, যা ত্বকের যত্নকে আরও ব্যক্তিগত এবং কার্যকর করে তোলে।
কোরিয়ান ফেইস মাস্ক
কোরিয়ান স্কিন কেয়ার ফোকাস করে হাইড্রেশন, ব্রাইটনেস এবং ন্যাচারাল গ্লো। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই বানানো যায়।
উপকরণঃ
- চালের পানি – ২ টেবিল চামচ (উজ্জ্বল ও স্কিন টাইটনিং)
- অ্যালোভেরা জেল – ১ টেবিল চামচ (সেনসিটিভ স্কিন শান্ত ও হাইড্রেট)
- শসার রস – ১ টেবিল চামচ (পোরস ক্লোজ ও রিফ্রেশিং)
- মধু – ১ চা চামচ (নমিশ্চারাইজার ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল)
- চা গুঁড়া বা গ্রিন টি – ১ চা চামচ (অ্যান্টিঅক্সিডেন্ট)
তৈরি করার পদ্ধতিঃ
- সব উপাদান মিশিয়ে পেস্ট বানান।
- ফেস ক্লিন করে হালকা ভেজা মুখে লাগান।
- ১৫–২০ মিনিট রাখুন।
- হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
- পরবর্তীতে টোনার বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
বেনেফিটসঃ
- ত্বক উজ্জ্বল ও গ্লোইং হয়
- হাইড্রেটেড ও নরম স্কিন
- পোরস টাইট করে, ফাইন লাইন হালকা করে
- একনে বা হালকা দাগ হ্রাস করে
- অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টি স্কিনকে রিফ্রেশ রাখে
টিপস:
- সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে চোখে পড়ার মতো ফলাফল পাওয়া যায়।
- চাইলে এই মাস্কে কোকোনাট মিল্ক বা দই যোগ করে আরও ক্রিমি ও ময়েশ্চারাইজিং বানানো যায়।
দৈএনকে/ জে. আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    