সহজ উপায়ে তৈরি হোমমেইড রুম ফ্রেশনার


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঘরের পরিবেশকে সতেজ ও মনোরম রাখার জন্য হোমমেইড রুম ফ্রেশনার হতে পারে সহজ এবং নিরাপদ সমাধান। বাজারের কেমিক্যালযুক্ত ফ্রেশনারের পরিবর্তে প্রাকৃতিক উপাদান যেমন লেবু, ল্যাভেন্ডার, নারকেল তেল বা বেকিং সোডা ব্যবহার করে তৈরি করা যায় এই ফ্রেশনার। এটি শুধু ঘরকে সুগন্ধময় করে তোলে না, বরং পরিবেশবান্ধব ও আর্থিক দিক থেকেও সাশ্রয়ী।
হোমমেইড রুম ফ্রেশনার
বাড়ির বাতাসে যদি একটু ন্যাচারাল ফ্রেশ গন্ধ আনতে চাও — এই ঘরোয়া রুম ফ্রেশনার দারুণ কাজ করে 
কোনো কেমিক্যাল নেই, কিন্তু ঘরে থাকবে হালকা সুগন্ধ ও পরিষ্কার ভাব 
স্প্রে টাইপ রুম ফ্রেশনার
উপকরণ:
- পানি – ১ কাপ
- রোজ ওয়াটার – ½ কাপ
- বেকিং সোডা – ১ চা চামচ
- লেমন এসেনশিয়াল অয়েল বা রোজ অয়েল – ৫–৬ ফোঁটা (তোমার পছন্দমতো)
তৈরির পদ্ধতি:
- সব উপকরণ একটি স্প্রে বোতলে ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নাও।
- বিছানা, পর্দা, ঘরের কোণ, সোফা — যেখানেই চাও সেখানে স্প্রে করো।
- প্রতিবার ব্যবহার করার আগে হালকা ঝাঁকিয়ে নিও।
বেনিফিট:
- ইনস্ট্যান্ট ফ্রেশ ফিলিং আনে
- ঘরের বাজে গন্ধ দূর করে
- ন্যাচারাল ও নরম ঘ্রাণ
স্টোভে বানানো রুম ফ্রেশনার (Boil Method)
উপকরণ:
- লেবুর টুকরো – ৫–৬টা
- দারুচিনি – ২ টুকরো
- লবঙ্গ – ৪–৫টা
- কয়েকটি পুদিনা পাতা বা রোজ পাপড়ি
- পানি – ২ কাপ
পদ্ধতি:
- সব উপকরণ একসাথে পানিতে ফুটিয়ে দাও ১০–১৫ মিনিট।
- পুরো ঘরে হালকা, মিষ্টি সুবাস ছড়িয়ে পড়বে।
টিপ:
- খালি বোতলে শুকনো ফুল, দারুচিনি, লবঙ্গ আর কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল রেখে দিলে সেটাও একটা natural scent jar হিসেবে কাজ করে।
- ঘর শুধু ফ্রেশ না, mood-ও ভালো হয়ে যায়
দৈএনকে/জে .আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    