বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির সারা দেশের ১০২ জন এসি (ল্যান্ড) কে প্রত্যাহার করল সরকার অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নির্ধারণের সময় এসেছে: ড. দেবপ্রিয় সাঁতারে নতুন ইতিহাস, ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশিদের গাজীপুরে আসন বাড়াতে ও বাগেরহাটে কমাতে নির্বাচন কমিশনের প্রস্তাব রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে আত্মতুষ্টি নয়, প্রয়োজন কঠোর নজরদারি ও জবাবদিহিতা গণঅভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির বেশি হত্যাকাণ্ড, চুরি-ডাকাতির ঘটনাও উদ্বেগজনক খালেদা জিয়া সুস্থ, তিনি নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
  • ফুটসালকে শক্তিশালী করতে ইরানের সাঈদকে নিয়োগ দিলো বাংলাদেশ ফেডারেশন

    ফুটসালকে শক্তিশালী করতে ইরানের সাঈদকে নিয়োগ দিলো বাংলাদেশ ফেডারেশন
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন করে ফুটসালকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের বাইরে এবার দেশের ফুটসাল কাঠামো গড়ে তুলতে সক্রিয় হয়েছে সংস্থাটি। এ লক্ষ্যেই আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্ব সামনে রেখে আগেভাগেই কোচ নিয়োগ দেওয়া হয়েছে।

    দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল ফুটসাল। তবে এবার ফুটবলের পাশাপাশি এই দ্রুতগতির ইনডোর খেলাটিকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় বাফুফে। কোচ নিয়োগের মাধ্যমে সেই উদ্যোগেরই আনুষ্ঠানিক সূচনা হলো।

    প্রথমবারের মতো পুরুষ ফুটসাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইরানের অভিজ্ঞ কোচ সাঈদ খোদারাহমি। এই নিয়োগ বাংলাদেশের ফুটসাল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এশিয়ান ফুটসালে একটি পরিচিত নাম ৫৯ বছর বয়সী সাঈদ খোদারাহমি।

    এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বের ট্রায়ালের জন্য প্রাথমিকভাবে ৫৩ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। ঢাকায় পৌঁছে চূড়ান্ত ট্রায়ালের মাধ্যমে ১৪ সদস্যের দল নির্বাচন করবেন সাঈদ খোদারাহমি।

    ফুটসালে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের জন্য এএফসি লেভেল-৩ সনদ থাকা বাধ্যতামূলক। বাংলাদেশে বর্তমানে কোনো কোচের এই সনদ না থাকায় বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয় বাফুফে। তাই অভিজ্ঞ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে।

    ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান তাকে ‘ফুটসালের স্কলার’ হিসেবে অভিহিত করে বলেন, তার অভিজ্ঞতা এবং প্যাশন আমাদের ফুটসালের যাত্রায় বড় অবদান রাখবে।

    বাংলাদেশে ফুটসাল এখনও শৈশব পর্যায়ে রয়েছে। দেশে ফুটসালের জন্য নির্ধারিত কোনো ইনডোর ভেন্যু নেই। তবে হ্যান্ডবল ফেডারেশনের স্টেডিয়াম এবং মিরপুর ইনডোর স্টেডিয়াম ব্যবহার করে অনুশীলন পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশে ফুটসালের সম্ভাবনা নিয়ে আশাবাদী সাঈদ খোদারাহমি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ২৬ জুলাই রাতে প্রথমবার বাংলাদেশে এসেছি। আমার দায়িত্ব কঠিন, তবে আমি আশাবাদী। বাংলাদেশে ফুটসাল আজ জন্ম নিয়েছে এবং আমি সবাইকে অভিনন্দন জানাই।

    তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটসালের ভবিষ্যৎ খুব শক্তিশালী। ফুটসাল এখন শিশু এবং শিশুদের সহায়তা প্রয়োজন। সবাই হাতে হাত ধরে কাজ করলে আমরা সফল হব। ইরানে ৩৫ বছর আগে ফুটসাল শুরু হয়। এখন প্রতিটি গ্রামে ফুটসাল স্টেডিয়াম রয়েছে। বাংলাদেশেও এমন ভবিষ্যৎ সম্ভব।

    বাংলাদেশের খাবার ও সংস্কৃতির প্রশংসা করে এই কোচ বলেন, আমার পরিবার সতর্ক করেছিল যে আমি বাংলাদেশি খাবার খেতে পারব না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে, আমি ইরানেই আছি। আমি এখানে ভালো আছি।

    ২০১০ সাল থেকে এএফসি’র ফুটসাল ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন খোদারাহমি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিয়ানমারের পুরুষ ও নারী জাতীয় ফুটসাল দলের কোচ ছিলেন তিনি। তার নেতৃত্বে মিয়ানমারের ফুটসাল দল বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১০৩ থেকে ৮০-এ উন্নীত হয়, যা ফুটসালে ২৩ ধাপ এগোনোর একটি উল্লেখযোগ্য কৃতিত্ব।

    ফলে তার এই অভিজ্ঞতা ও দূরদৃষ্টি দেশের খেলোয়াড়দের নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা যায়। এই ইরানি কোচের হাত ধরে বাংলাদেশ ফুটসাল আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের স্থান তৈরি করতে পারবে কিনা, সেটাই এখন সবার প্রত্যাশা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন