সারা দেশের ১০২ জন এসি (ল্যান্ড) কে প্রত্যাহার করল সরকার


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি)—যারা এসি (ল্যান্ড) নামে পরিচিত—তাদের মধ্যে ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে প্রত্যাহারকৃত কর্মকর্তাদের নাম, কর্মস্থল এবং বদলির নির্দেশনাও উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্ণিত সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনগুলো দেখতে ক্লিক করুন।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন