বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী।
ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
৩১ জুলাই বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশত জনগণ অবরোধ করলে বিজয়নগর থানা পুলিশের আশ্বাসে আধাঘন্টা পরে অবরোধ স্থগিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির নেতা ডাঃ রফিকুল ইসলাম, মোঃ রাস্টু সরকার, মোহাম্মদ আলী, আলী ইমরান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, মোঃ জহিরুল ইসলাম, জামাতে ইসলাম নেতা মোঃ শিহাব উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ আরাফাত, আলী হোসেন, রতন মোল্লা, সোহাগ খন্দকার, মহরম শেখ, নারী নেত্রী শিউলি চৌধুরী, তাতী দলের নেতা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদির সহ উপজেলার সর্বস্তরের কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
অবরোধ থেকে ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।
এছাড়াও অনেকেই ফেসবুকের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিনিয়র নেতৃবৃন্দের নিকট কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণার দাবী জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি।
এ তালিকা প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিভিন্ন আন্দোলন কর্মসূচী ঘোষণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে তিনটি ইউনিয়নকে পূর্ণবহালের দাবির পাশাপাশি অনেকে বিজয়নগর উপজেলা কে নতুন আসন ঘোষণা করার দাবি জানান। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
