শাহবাগে জুলাই সনদ দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি, যান চলাচল বন্ধ


জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’।
শুক্রবার (১ আগস্ট) সকাল থেকেই শাহবাগে আন্দোলনকারীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।现场 ঘুরে দেখা যায়, তারা সড়কের উপর ত্রিপল বিছিয়ে বসেছেন এবং একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন বক্তা দাবির পক্ষে বক্তব্য দিচ্ছেন। সড়কের চারপাশে ব্যারিকেড বসানোর ফলে এলাকাটি দিয়ে সাধারণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, যেমন অ্যাম্বুলেন্স, চলাচলের সুযোগ রাখা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, এখনও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যরা আন্দোলনে অংশ নিতে বাধ্য হয়েছেন। দাবি জানানো সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তাদের ভাষায়, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল নয়, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।”
তারা আরও বলেন, সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা হলে তারা রাজপথ ছাড়বেন না। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে।”
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা স্লোগান দেন— “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”, “অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”
