ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা


দৈনিক জনকণ্ঠের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে। শনিবার (২ আগস্ট) দুপুরে দেওয়া ওই পোস্টে পত্রিকাটি সাময়িকভাবে বন্ধের বিষয়টি জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর হিসেবে জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। এর প্রতিবাদে আজ লাল রঙে পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হলে, পত্রিকার সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’-এর পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় জানানো হয়, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে পত্রিকা প্রকাশ করেন, সেটির দায়ভার সম্পূর্ণভাবে তাঁর নিজের হবে।
এই ঘোষণার পর জনকণ্ঠের ভবিষ্যৎ কার্যক্রম ও অভ্যন্তরীণ সংকট নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
