রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক

    সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে ব্রাকের মাঠ সংগঠক সিডিএ ( দাবি) তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী। 

    শনিবার (২ আগষ্ট) সকাল  ৮ টায় সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর জেঠুয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

    অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোল্লাহাট  উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক  সিডিএ(দাবি) হিসেবে কাজ করে আসছেন। 

    তারা স্বামী-স্ত্রী তালার  জেঠুয়া পূর্ব পাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া হিসাবে বসবাস করতে থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে  পরকিয়া সহ  অন্যান্য  বিষয় নিয়ে কলহ চলে আসছিলো। 

    সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র  দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।  স্থানীয়রা আহত স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন