রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ


বিমান দুর্ঘটনার পর টানা ছুটি শেষে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে। তবে শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম এখনই চালু করা হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে ধাপে ধাপে ক্যাম্পাস কার্যক্রম শুরু করা হবে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি বলেন, বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। তাই আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো ধরনের পাঠদান কার্যক্রম এখনই শুরু হচ্ছে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা করে মানসিকভাবে স্বস্তির জায়গায় ফিরে আসার সুযোগ পাবে। এটি আমাদের একটি ধাপ-ভিত্তিক পুনর্গঠনের অংশ। তারা যেন স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে, আমরা সে পরিবেশ তৈরির চেষ্টা করছি।
কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মানসিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। কলেজে বর্তমানে একটি চিকিৎসা সহায়তা ক্যাম্প চালু রয়েছে, যেখানে বিমানবাহিনীর সহযোগিতায় শারীরিক ও মানসিক কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।
শাহ বুলবুল আরও বলেন, এই সংকটে আমাদের সবচেয়ে বড় শক্তি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে একান্ত আলাপ ও কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন, যেন তারা স্বাভাবিকতায় ফিরতে পারে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে স্কুল শাখার একাধিক শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
