রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে: এ্যানি চৌধুরী 

    কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে: এ্যানি চৌধুরী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাহবাগে জুলাই যোদ্ধারা যখন পক্ষে-বিপক্ষে মারামারি করে, আমরা খুবই ব্যথিত হই। আমরা আশাহত হই, এ জাতির জন্য এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

    তিনি আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। নামে ‘জুলাই যোদ্ধা’, কিন্তু প্রকৃতপক্ষে গতকাল শাহবাগে যা হয়েছে, সেটি কি জুলাই যোদ্ধাদের কাজ হতে পারে ? জুলাই যোদ্ধারা কি শুধুমাত্র শাহবাগেই ছিল ? সারাদেশেই তো জুলাই যোদ্ধারা ছিল। আমি, আপনি, আপনারা, দেশের সবাই কি জুলাই যোদ্ধা নই ? কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে, আমাদের ব্যথিত করছে, আমাদের আহত করছে। আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, তাহলে স্বাভাবিকভাবেই ফ্যাসিস্টরা সেখানে সুযোগ পাবে।

    এ্যানি বলেন, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ সৃষ্টি হবে। সবাই আবার অত্যাচারিত ও নির্যাতিত হবেন।আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবে? আমার কারণে কেন সাধারণজনগণ নির্যাতিত হবে? এজন্য সকল রাজনৈতিক দলের প্রতি এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমার উদাত্ত আহবান, আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীত শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।

    লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহবায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন