মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় রচিত বাংলাদেশের সংবিধানকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে। তিনি বলেন, যে সংবিধান দেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, তা আজ নানা কৌশলে বিকৃতির মুখে পড়েছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত “জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি ও শহীদ পরিবার সম্মাননা” অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, বিশ্বের কোথাও দেখা যায় না যে একটি অনির্বাচিত সরকার এসে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়। কিন্তু বাংলাদেশে এমন চিত্র এখন সাধারণ হয়ে উঠেছে। এটি জাতির জন্য চরম উদ্বেগজনক।
তিনি আরও যোগ করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ক্ষমতায় এসেছেন, তারাই আজ সেই চেতনার ভিত্তিতে রচিত সংবিধানকে উপেক্ষা করছেন। এটা শুধু রাজনৈতিক নয়, একটি মূল্যবোধের সঙ্কটও।
তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে, বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই ১৭ বছরে হাসিনার দুঃশাসন নিয়ে কেউ কথা বলেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে, সেরকম বিচার করতে হবে। ঐক্যে ফাটল ধরালে স্বৈরাচাররা সুযোগ পাবে।
আলোচনা সভায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের নেতারাসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয় এবং বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
