শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • গৌরীপুরে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

    প্রধান শিক্ষকের পদ ও ৩১টি বিদ্যালয়ে ৪৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য

    প্রধান শিক্ষকের পদ ও ৩১টি বিদ্যালয়ে ৪৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি উপজেলার ৩১টি বিদ্যালয়ে ৪৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ে তিন-চারটি করে সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে।

    উপজেলায় মোট ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রায় অর্ধেক বিদালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় একদিকে যেমন শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে অন্যদিকে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রমও। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে কোমলমতি শিশুদের পাঠদান চলছে এসব প্রতিষ্ঠানে। শিক্ষকশূন্য বিদ্যালয়গুলোতে ডেপুটেশনে শিক্ষক দেওয়ার কথা বললেও চাহিদার তুলনায় তা নগণ্য।

    গৌরীপুর উপজেলায় প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলো হলো শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাপাড়া, ডেংগা, চান্দের সাটিয়া, রামচন্দ্র নগর, শাহগঞ্জ, ছিলিমপুর, খলতবাড়ী, কড়েহা, নহাটা, আমুদপুর, ভুটিয়ারকোনা, ঘাটেরকোনা, সোনাকান্দি, সহনাটি, ধোপাজাঙ্গালিয়া, পল্টীপাড়া, ভালুকাপুর, কাশীচরণ, টেংগাপাড়া, বড়ভাগ, দাড়িয়াপুর, গোবিন্দনগর, পশ্চিমপাড়া, বিশ্বনাথপুর, ধুরুয়া, ডাউকী, নওয়াগাঁও, আহছানপুর, সরযুবালা পৌর, গিধাউযা, লক্ষ্মীপুর, বেলতলী, উখাকান্দা, শৌলঘাই, সাতপাই, পশ্চিম কাউরাট, বেকারকান্দা, গাভীশিমুল, ইছুলিয়া, মুখুরিয়া, মহিশ্বরণ, সিংরাউন্দ, সহরবানু, ধারাকান্দি, বিষমপুর নিউ, নিজ মাওহা, কুমড়ি, চল্লিশা কড়েহা, কুমড়ি, মাওহা নয়ানগর, দৌলতাবাদ, বহেড়াতলা, বড়ইবাড়ী, সহনাটি আব্বাসিয়া, বেতন্দর আদর্শ সংসদ, আব্দুর রহমান, গুজিখা, দামগাঁও, পাঁচাশি, আগপাড়া, কান্দুলিয়া, পশ্চিমপাড়া, বৈরাটি আজমত আলী, হিরন সনখিলা, সাবদুল সরকার, আজমত আলী মণ্ডল, নাপ্তের আলগী, সিধলা চারআনি, গোবরা, হাসানপুর উত্তর পাড়া, পূর্ব পুনারিয়া, চিতরাটিয়া, চানপুর, আব্দুল শেখ মেমোরিয়াল, শৌলঘাই, সুতিরপায়া, শাহবাজপুর ও নন্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও তিনজন করে সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া মাওহা, কড়েহা, সহনাটি, ধোপাজাঙ্গালিয়া, উখাকান্দা, যোগীর ডাংগুলি, বহেড়াতলা, পেচাংগীয়া এবং পূর্ব পুবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাশাপাশি  দুজন করে সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।

    বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। সহকারি শিক্ষকগণ যথাসময়ে স্কুলে আসেন না, আবার নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগও রয়েছে একাধিক। এতে বিদ্যালয় থেকে ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী।

    গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, 'অবসর, মৃত্যু ও মামলার কারণে প্রধান শিক্ষককের পদগুলো শূন্য হয়েছে। সহকারী শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোর বেশির ভাগই প্রত্যন্ত অঞ্চলের। এসব বিদ্যালয়ে শিক্ষকদের পোস্টিং দিলে তাঁরা বিভিন্ন প্রভাবশালীর মাধ্যমে তুলনামূলক সুবিধাজনক বিদ্যালয়ে চলে যান। এতে বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকের ঘাটতি রয়েছে। এসব প্রতিবন্ধকতা নিয়েই পাঠদান চলছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন