অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


নরসিংদীর পলাশে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ আগস্ট) দুপুরে পলাশ উপজেলার ডাঙা বাজার এলাকায় শতাধিক ভুক্তভোগী ও স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ডাঙা বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীপাড়ঘেঁষা তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে এবং স্থানীয়দের মালিকানাধীন জমিতে জোরপূর্বক বালু ফেলে ভরাট করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, জমি রক্ষার দাবিতে প্রতিবাদ করলে তাদের হামলা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এবং ১৪৫ ধারার আদেশ থাকা সত্ত্বেও অভিযুক্ত প্রতিষ্ঠান তা অমান্য করে বালু উত্তোলন ও জমি ভরাট অব্যাহত রেখেছে।
মানববন্ধনে তোফাজ্জল হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘নিয়মিত বালু উত্তোলনের কারণে নদীপাড়ের আমার ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কোনও রকম অনুমতি বা আলোচনা ছাড়াই আমার জমিতে বালু ফেলে ভরাট করে দিয়েছে। তারা কোনো সমঝোতায় আসছে না।’
আরেক ভুক্তভোগী মো. কামরুজ্জামান বলেন, ‘প্রশাসনের নির্দেশে ১৪৫ ধারা জারি করা হলেও তারা জোরপূর্বক জমি ভরাট করছে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার হুমকি দেয়। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
