মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

সাংবাদিকের উপর হামলা: ডিআইইউসাসের নিন্দা

সাংবাদিকের উপর হামলা: ডিআইইউসাসের নিন্দা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যকরী সদস্য ও বাংলানিউজ২৪ ডটকম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহম্মেদের উপর হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুলাই) ডিআইইউসাস-এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।” বিবৃতিতে তারা আরও বলেন, “আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”

জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর রামপুরা কাঁচাবাজার সংলগ্ন দারুল আহম্মেদ হাসপাতালে রোগীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তোফায়েল আহম্মেদ। এ সময় হাসপাতালের ম্যানেজার ও এমডিসহ ৭-৮ জন ব্যক্তি তার উপর অতর্কিতভাবে হামলা চালান।

তোফায়েল আহম্মেদ জানান, হামলাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দীর্ঘ সময় তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে এক অপরিচিত ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় আটজনের নামে মামলা করেন।

এদিকে, সাংবাদিক তোফায়েলের উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় শুধু ডিআইইউসাস নয় বরং সমগ্র সাংবাদিক সমাজ ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: