মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ডিআরইউতে ফল উৎসবের রসালো আয়োজন

    ডিআরইউতে ফল উৎসবের রসালো আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হলো রঙিন ও রসালো ফল উৎসব। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত সদস্যদের জন্য ছিল মৌসুমি ফলের বাহারি আয়োজন।

    উৎসবের উদ্বোধন করেন ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম এবং বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

    ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে উৎসবটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন ফল উৎসবের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

    এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি গাজী আনোয়ার এবং ফল উৎসবের সদস্য সচিব ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

    অনুষ্ঠানে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাদিয়া শারমিন, রোজিনা রোজী, বোরহান উদ্দীন, এমদাদুল হক খান, জুনায়েদ হোসাইন (শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    আনন্দঘন পরিবেশে এই উৎসব সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন