লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্টে নেতৃত্বের রদবদল


আন্তর্জাতিক যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট ২০২৫–২৬ সেশনের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৯ জুন) রাতে সভায় ক্লাবের উপদেষ্টা লায়ন মোঃ হারুনুর রশিদ (PDG) এর পক্ষে (লায়ন তৌহিদুর রহমান বিশ্বাস) ও বিদায়ী সভাপতি লিও মোঃ রাশিদুল ইসলাম ও এ বর্ষের ক্লাব সভাপতি লিও ফরহাদ আহমেদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করা হয় । সেইটি আজ ১লা জুলাই সংগঠনটির ফেইসবুক পেইজে ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবারের কমিটি গঠনে অনুসরণ করা হয়েছে একটি সুশৃঙ্খল ও মেধাভিত্তিক নির্বাচন পদ্ধতি। প্রার্থীদের জন্য আয়োজন করা হয় অনলাইন এমসিকিউ পরীক্ষা ও ভাইভা, যেখানে প্রার্থীদের সাংগঠনিক জ্ঞান, নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকেই উপদেষ্টা ও বর্তমান সভাপতির সুপারিশক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও মোঃ ফারহাদ আহমেদ। ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে থাকছেন লিও মোঃ রাশিদুল ইসলাম, যিনি ২০২৩–২৫ মেয়াদে টানা দুই বছর সভাপতির দায়িত্ব পালন করেন। প্রথম ও দ্বিতীয় সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে লিও মোঃ রাসেদুজ্জামান এবং লিও মোঃ সাজেদুল ইসলাম। ক্লাব সেক্রেটারি হয়েছেন লিও নোমান বিন হোসেন, এবং ট্রেজারার পদে দায়িত্ব নিয়েছেন লিও জুবায়ের বিন ওয়াহিদ।
এছাড়াও, লিও মুস্তাকিম খানকে মেম্বারশিপ চেয়ারপারসন এবং লিও মুনজিরেনা হককে যুগ্ম সেক্রেটারি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাব উপদেষ্টা হিসেবে আগের বছরের মতো এবারও দায়িত্ব পালন করবেন লায়ন মোঃ হারুনুর রশিদ (PDG)।
ঘোষণার পর বিদায়ী সভাপতি লিও মোঃ রাশিদুল ইসলাম এক আবেগঘন বার্তায় বলেন, “২০০৪ সালে চার্টারপ্রাপ্ত এই ক্লাবটি দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর ২০২৩ সালে পুনরায় সচল করার সুযোগ আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ক্লাবের দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে পেরে আমি আত্মতৃপ্ত।”
তিনি আরও বলেন, “নতুন নেতৃত্ব যেন লিও ক্লাবের মূল্যবোধ ও আন্তর্জাতিক আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যায়—এই কামনা রইল।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির অধীনে আগামী এক বছর ক্লাব পরিচালিত হবে। কার্যক্রমের মধ্যে থাকবে নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সেবা কার্যক্রম এবং আন্তর্জাতিক লিও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি।
