চমক নিয়ে আসছেন শাকিব খান, নতুন বছর জমে উঠবে সিনেমায়


দুর্দান্ত সাফল্যের পর শাকিব খানের নতুন চমক: আসছেন 'ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা'য়
‘তাণ্ডব’ দিয়ে দর্শকদের মুগ্ধ করার পর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মেগাস্টার শাকিব খান। ‘তুফান’, ‘বরবাদ’, ‘প্রিয়তমা’—প্রতিটি চলচ্চিত্র যেন আগেরটিকে ছাড়িয়ে গেছে। এর মাঝেই শোনা যাচ্ছে, তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন আরেকটি ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমায়।
নতুন এই সিনেমার নাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, যেখানে ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে ঘিরে তৈরি করা হয়েছে কাহিনি। সিনেমাটি পরিচালনা করবেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখাচ্ছেন। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন।
প্রথমদিকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে শরিফুল রাজ অথবা মোশাররফ করিমের নাম শোনা গেলেও, অবশেষে নির্মাতা আনলেন বড় চমক—চলচ্চিত্রের মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন শাকিব খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, চিত্রনাট্য পাঠ, পারিশ্রমিকসহ অধিকাংশ বিষয়ে সমঝোতা সম্পন্ন হয়েছে। এখন শুধুই বাকি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের।
পরিচালক ও প্রযোজকের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা।
সিনেমাটিতে আরও দেখা যেতে পারে গুণী অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিমকে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
দৈএনকে/ জে. আ
