ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সংগঠন ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের ২৫-২৬ মেয়াদে সুমাইয়া আক্তারকে সভাপতি ও মো: মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার ( ৩ জুন) সিএসই বিভাগের চেয়ারম্যান মো: তাহজিব উল ইসলাম ও প্রভাষক মো: শাকিল সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশিত হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সিএসই বিভাগের প্রভাষক মো : শাকিল আহমেদ, মো: মোরশেদুর রহমান, মো: মারুফ আহমেদ। এছাড়াও কমিটিতে সহ সভাপতি - সৌমিত্র রাকসিত, গুগ্ম সাধারণ সম্পাদক - মাশরাফি মুবিন, কোষাধ্যক্ষ - রায়হান আলম সিয়াম, অফিস সম্পাদক - মো: মিসকাতুন জান্নাত, সাংগঠনিক সম্পাদক - রিফাত আহমেদ ও রবিউল আউআল, ইভেন্ট কোওর্ডিনেটর - মো: ইমরান খান, আইটি সম্পাদক - ইয়াসিন আরাফাত, ট্রেইনিং এন্ড ওয়ার্কশপ কোওর্ডিনেটর - মিডিয়া ও প্রকাশনা সম্পাদক - মারজানা আফরোজ, বিতর্ক পরিচালক - সামস নুর ইয়াসির তাওরাত, ভিজ্যুয়াল আর্ট পরিচালক - দোলন ধ্রুব রায়, অ্যাঙ্করিং পরিচালক - মো : রায়হান চৌধুরী তুশার, পাবলিক স্পিকিং পরিচালক - মো: নাফিজুর রহমান নাসরাত, ইংলিশ স্পিকিং পরিচালক - মো: মোসাদ্দেক হোসেন মেহেদি, ও নির্বাহী সদস্য - এসএম নাবিল ওউসুফ, সানজিদা জেরিন, আল নোমান রবি ও জোনায়েদ রাতুল।
