শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj

চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শামীম আল-মামুন দুর্জয়কে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে দুর্জয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির।

আদালতে দুর্জয়কে হাজির করার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিএনপি-সমর্থিত আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

এর আগে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় হওয়া দুটি মামলায় এজাহারনামীয় আসামি দুর্জয়। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় হওয়া মামলায় তাকে ১৩ নম্বর আসামি করা হয়েছে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন