মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, ৪ জেলে আটক

    সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, ৪ জেলে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নিষিদ্ধ সময়েও থামছেনা কাকড়া ও মাছ শিকার।

    রবিবার (২০ জুলাই) গভীর রাতে সুপতি এলাকার খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় ১টি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

    এ সময় জব্দ করা হয়েছে দুইশতাধিক কাকড়া ধরার চারু ও ৫০ কেজি কুচিয়া।

    বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রোববার (২০ জুলাই) দিবাগত রাতে  সুপতির আওতাধীন মরা খেজুরার শেলা সাইট খালে টহলের সময় একটি জেলে নৌকা দেখতে পায়। এগিয়ে গিয়ে বনরক্ষীরা নৌকাসহ ৪ জন জেলেকে  আটক করেন।

    এ সময় নৌকায়  থাকা দুইশতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু ও ৫০ কেজি কুচিয়া  জব্দ করা হয় । আটক জেলেরা হচ্ছে, রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০) এদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে বলে বনরক্ষীরা জানান।

    সুন্দরবনে মাছ ধরায় এখন তিন মাসের নিষিদ্ধ সময় চলছে। অথচ এক শ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে যাচ্ছে মাছ ধরার জন্য। প্রায়ই বনরক্ষীদের হাতে আটক হচ্ছে জেলেরা।

    পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, অবৈধভাবে সুন্দরবনে কাকড়া ধরার সময় আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন