বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায় শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধার অবসান ঘটাবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া নয়, তবে জুলাইয়ের চেতনা ছিলো মানুষের অধিকার, তাই জনগণের ক্ষমতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
এক বছর পরও শহীদ ও আহতদের সঠিক তালিকা ও পুনর্বাসন করতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন জরুরি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে সকল অসমাপ্ত কাজ শেষ করা হবে।
এসময় রাজনৈতিক দলগুলোকে কাদা-ছোড়াছুড়ি না করে ঐকবদ্ধ্য থাকার আহবান জানান মির্জা ফখরুল।
