বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

    ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল মাজারে ঢিল ছোঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণ সাইফুল ইসলাম শিপনকে (২৩) বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। 

    ইতিমধ্যে এমন একটি ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত তরুণ বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেছে তার স্বজনেরা।    

    বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভুক্তভোগীর ভাই মো.রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। 

    এর আগে, গতকাল মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উপজেলা খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছোট জীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।  

    মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন শিপন একই গ্রামের রমজান আলী বেপারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে।  
     
    লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিপন মানসিক রোগী হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুল করে উপজেলার ছোট জীবনগর গ্রামের শাহ জীবন নগর দরবার শরীফে একটি পাথর নিক্ষেপ করে। এর জের ধরে স্থানীয় বাসিন্দা মো.শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫)সহ ২০-২৫ জন যুবক তাকে ধরে এনে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে বেধড়ক মারধরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে একই দিন শেষ রাতের দিকে তার স্বজনেরা অনেক কাকুতি মিনতি করে তাকে ছাড়িয়ে নেয়। 

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর হোসেন বলেন, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। এ ঘটনার সাথে কোনো ভাবেই আমার সম্পৃক্তা নেই। অন্যরা ওই তরুণকে মারধরে জড়িত কিনা সেটাও আমি জানি না। শত্রুতা করে আমার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে।    

    এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, গতকাল রাতে শুনেছি মাজারে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত তরুণের মানসিক সমস্যা থাকতে পারে। তবে আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ