২০২৬ বিশ্বকাপের ড্র নিয়ে ফিফার ঘোষণা: সময় ও স্থান নির্ধারিত


২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। যদিও তিন দেশ আয়োজন করছে, তবে সর্বাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া ইভেন্টকে ঘিরে যুক্তরাষ্ট্র নিয়েছে নানা ব্যতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগ—যার মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব স্টেডিয়াম নির্মাণ।
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন ২০২৬ বিশ্বকাপ ঘিরেই। নতুন চমক, নতুন প্রযুক্তি আর বৃহৎ পরিসরে আয়োজন—সব মিলিয়ে ভক্তদের প্রত্যাশা এবার অনেক বেশি।
বিশ্বকাপের ড্র কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে ক্রীড়ামোদীদের মধ্যে আগ্রহের শেষ নেই। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-কে একাধিক সূত্র জানিয়েছে, ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিখ্যাত শহর লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এই ড্র। সূত্রগুলো জানায়, ৩২ দলের পরিবর্তে এবার ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে, কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাদ পড়ায় বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের লাস ভেগাসকে চূড়ান্ত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মেক্সিকোর পক্ষ থেকে বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্প আয়োজনের জন্য আগ্রহী পাচুকা ক্লাবের নির্বাহী পেদ্রো সেদিলো ইএসপিএন-কে বলেন,‘আমার যতদূর জানা ৫ ডিসেম্বরেই ড্র অনুষ্ঠিত হবে অথবা ডিসেম্বরের শুরুতেই। আমি বুঝতে পেরেছি এটি লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমাদের উপস্থিত থাকতে হবে। যাতে আমরা পাচুকা শহর, হিদালগো রাজ্য এবং আমাদের দুটি ভেন্যু সম্পর্কে তথ্য তুলে ধরতে পারি।’
তবে এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং সে সময়েও ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে, এবার ৫ ডিসেম্বরের জন্য ওই ভেন্যুসহ বেশ কিছু জায়গা আগেই বুক হয়ে গেছে। লাস ভেগাসের কনভেনশন সেন্টারে রয়েছে ৫৪,০০০ বর্গমিটার বিশাল স্ক্রিন এবং ১৭,৫০০ দর্শকের ধারণক্ষমতা। তবে, স্থানীয় ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র সেই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে না।
