সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের যেকোনো ভুল বা অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থানের পথ তৈরি করতে পারে।
বুধবার (৩০ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে শহীদদের স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদের রক্তের বিনিময়ে পতিত, পরাজিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিবাদি অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওৎ পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশের গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’
তারেক রহমান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে মানুষ মাঠে নেমেছিলো, সেই আন্দোলনে সফলতা কারো একার নয়, এটি সবার।
সরকার ভোটকে অগ্রাধিকার দিতে পারছে কি-না এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের উপায় হচ্ছে নির্বাচন।’
অন্তর্বর্তী সরকারের অনেকে অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
