বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা

    কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনের একটি ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী। 

    জানা গেছে, নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তার দুই কন্যা ও এক ছেলে রয়েছে । তিনি কক্সবাজার সদরের লিংকরোড বিসিক শিল্প নগরীতে কাঠের কারখানা ও বিভিন্ন ব্যবসা করতেন। মিজবাহ লিংকরোড় স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

    স্থানীয়রা জানান, মিসবাহ অত্যন্ত ভদ্র ও অমায়িক ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়েছে। এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ বের করতে হবে। 

    মিজবাহর কারখানার ম্যানেজার মোহাম্মদ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ শেষে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যাওয়ার একটি  সিসিটিভি ফুটেজ দেখা যায়। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।  

    ম্যানেজার রাকিব আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ উপর থেকে পড়ার পর তিনি কোন ধরনের নড়াচড়া করেনি। একেবারে নিস্তেজ ছিল তার শরীর। ফলে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

    অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ