বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির

    জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’—এই দুটি বিষয় এক নয়। ঘোষণাপত্র হচ্ছে একটি ঐতিহাসিক দলিল, যা রাজনৈতিক প্রক্রিয়াকে আইনি ভিত্তি দেয়। অন্যদিকে, সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্মতিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা।

    তবে তিনি মন্তব্য করেন, ঘোষণাপত্র ও সনদ নিয়ে মাঠে-বোঝাপড়ার ঘাটতির কারণে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অবসানের জন্য পরিষ্কার ব্যাখ্যা ও স্বচ্ছতা দরকার।

    বুধবার (৩০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

    আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র চলতি মাসের মধ্যেই দিতে হবে। এটি আমাদের জোর দাবি। অপরদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিতে পারলে তা কার্যকর করা সম্ভব হবে না। এমনটা হলে মোটাদাগে সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব হবে না।

    এনসিপির এই নেতা আরও বলেন, ঘোষণাপত্রের খসড়া নিয়ে কয়েক দফা সরকারের সাথে আলাপ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। পর্যালোচনা করে আমরাও একটা খসড়া সরকারকে পাঠিয়েছি। এটি নিয়ে আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই। এ সময় সরকার বারবার সময় চেয়েও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন