শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু গুলশানে চাঁদা দাবির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেফতার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা আসতে পারে শাহবাগে জুলাই সনদ দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি, যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা রাজধানীতে ‘গোপন বৈঠক’: নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২২ জন গ্রেপ্তার পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া বার্তা সংসদের উচ্চকক্ষ ১০০ আসনের, সদস্য মনোনয়ন হবে আনুপাতিক হারে পলিথিন ও শব্দ দূষণ রোধে জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন
  • বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল

    বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায় শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধার অবসান ঘটাবে।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া নয়, তবে জুলাইয়ের চেতনা ছিলো মানুষের অধিকার, তাই জনগণের ক্ষমতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

    এক বছর পরও শহীদ ও আহতদের সঠিক তালিকা ও পুনর্বাসন করতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন জরুরি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে সকল অসমাপ্ত কাজ শেষ করা হবে।

    এসময় রাজনৈতিক দলগুলোকে কাদা-ছোড়াছুড়ি না করে ঐকবদ্ধ্য থাকার আহবান জানান মির্জা ফখরুল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন