বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চিত্রকর্মের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “অনেক শিশু-কিশোরের চমৎকার অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।”

    প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। চারটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক বিভাগ: প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, বিষয় ‘সবার আগে বাংলাদেশ’, খ বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব, গ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘ফিরে দেখা ৩৬ জুলাই’, এবং ঘ বিভাগ: নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়ে চিত্রঙ্কণ করে।

    আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন