বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ জমা ট্রাম্পের সতর্কতা: রাশিয়ার বিরুদ্ধে ১০ দিনের মধ্যে শুল্ক ও কঠোর ব্যবস্থা আসছে রিমান্ডে থাকা সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার সিলেটের সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড "আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা লড়াইয়ের তারিখ ঘোষণা" সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক ২০২৬ বিশ্বকাপের ড্র নিয়ে ফিফার ঘোষণা: সময় ও স্থান নির্ধারিত নারীকে গাছে বেঁধে চুল কেটে-জুতার মালা পরিয়ে নির্যাতন রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার রাশিয়ার উত্তর কুরিলস্কে ভূমিকম্প ও সুনামির জেরে জরুরি অবস্থা জারি
  • শূন্যপদে নিয়োগ: প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষক আসছেন

    শূন্যপদে নিয়োগ: প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষক আসছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিহার্য। তবে দীর্ঘদিন ধরে এই পদে নিয়োগ না হওয়ায় অনেক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। বর্তমানে ৩১ হাজার ৩৯৬ জন প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি।

    এর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। যার ১০ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অচিরেই এসব পদে নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

    এছাড়াও, জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ৩১ হাজার ৪৫৯টি পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে। এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে। সরকারের প্রত্যাশা, এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ