ট্রাম্পের সতর্কতা: রাশিয়ার বিরুদ্ধে ১০ দিনের মধ্যে শুল্ক ও কঠোর ব্যবস্থা আসছে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষে রাশিয়া যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অগ্রগতি করতে না পারে, তবে আগামী ১০ দিনের মধ্যে মস্কোর বিরুদ্ধে নতুন শুল্ক এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প এর মাধ্যমে যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক চাপ বাড়াতে চান।
ট্রাম্প এক মাস আগে রাশিয়াকে ৫০ দিনের সময় দিয়েছিলেন যুদ্ধ শেষ করতে। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের তিনি জানান, এখনও রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি।
ট্রাম্প বলেন, আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কি না, কারণ (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান। তবে আমরা শুল্ক আরোপ করবো এবং আরও অন্যান্য ব্যবস্থা নেবো।
তিনি আরও জানান, শুল্ক আর নিষেধাজ্ঞার ফলে তেলবাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি চিন্তিত নন, বরং যুক্তরাষ্ট্রে নিজস্ব উৎপাদন বাড়িয়ে তা সামাল দেওয়া হবে।
স্কটল্যান্ডে এক বক্তৃতায় ট্রাম্প হুমকি দেন, শুধু রাশিয়ার ওপরই নয় বরং যারা রুশ পণ্য কিনছে—তাদেরও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এই তথাকথিত সেকেন্ডারি স্যাংশন বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত বলে জানান।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তিনি এই সপ্তাহে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন এবং চীন যদি রুশ তেল কেনা চালিয়ে যায়, তবে তাদের ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে।
এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ট্রাম্প এক ধরনের ‘আল্টিমেটামের খেলা’ খেলছেন, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে।
