রাশিয়ার উত্তর কুরিলস্কে ভূমিকম্প ও সুনামির জেরে জরুরি অবস্থা জারি


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিলস্ক দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামির আশঙ্কায় আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভূমিকম্পের ফলে দ্বীপের বেশ কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এরপর সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন