বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ ফখরুলের বক্তব্য সত্য নয়, তারেক রহমান জাতীয় সরকার প্রস্তাবে সম্মত হননি: নাহিদ
  • গাজীপুরে আসন বাড়াতে ও বাগেরহাটে কমাতে নির্বাচন কমিশনের প্রস্তাব

    গাজীপুরে আসন বাড়াতে ও বাগেরহাটে কমাতে নির্বাচন কমিশনের প্রস্তাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন ভারসাম্য আনতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশনের কারিগরি কমিটি।

    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশের সর্বাধিক ভোটারসংখ্যা থাকা গাজীপুর জেলায় একটি অতিরিক্ত আসন সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, বাগেরহাট জেলায় ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় সেখানে একটি আসন কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

    তিনি বলেন, সবচেয়ে বেশি যেই আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এছাড়া সবচেয়ে কম ভোটার যেই আসনে, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।

    নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১ এর ২১/৬ ধারায় বলা হয়েছে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে রয়েছে হালনাগাদ ভোটার সংখ্যা।

    এছাড়া আমাদের ভোটার তালিকা ভিত্তিতে, ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো ৪ লাখ ২০ হাজার সামথিং, অর্থাৎ ৩০০ আসনের এবার ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। তারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। কারিগরি কমিটি ফাইন্ড আউট করেছেন, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন তারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছেন।

    তিনি বলেন, টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুর। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা এনালাইসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে।

    ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করছি। সেটি হচ্ছে ৪ লাখ ২০ হাজার ধরলে এটার ওপরে আছে কিছু, নিচে আছে কিছু। দেখা গেছে ৪ লাখ ২০ হাজার এর ওপরের যেই আসনগুলো বা জেলাগুলো সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই শুধুমাত্র গাজীপুর জেলায় এই এভারেজের ওপরে থাকে। আর বাকিগুলো এভারেজের নিচে চলে আসে। যার কারণে বাকিগুলোর বাড়ানোর যে প্রস্তাব সেটি তারা দেয়নি আর এভারেজের নিচে যে কয়টা আছে শুধুমাত্র দেখা গেছে, বাগেরহাটেরটা কমাই তাহলে মোটামুটিভাবে এভারেজের কাছাকাছি থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন