হামজা চৌধুরীর বাংলাদেশ সফর: হৃদয় স্পর্শ করা অভিজ্ঞতা


বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামতেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হন হামজা চৌধুরী। দেশের মাটিতে তার আগমনে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত যে উচ্ছ্বাস আর আবেগের বন্যা দেখা গেছে, তা যেন তাকে নতুনভাবে ছুঁয়ে গেছে। সমর্থকদের আন্তরিকতা, ভালোবাসা আর বিশাল জনসমাগম তাকে অভিভূত করে। সেই মুহূর্তগুলোর কথা এখনও তাঁর স্মৃতিতে স্পষ্টভাবে গেঁথে আছে। এমন উষ্ণ অভ্যর্থনা পাবেন, তা কখনও ভাবেননি বলেও জানিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার।
বর্তমান ক্লাব লেস্টার সিটির জন্য খেলছেন এই মিডফিল্ডার, যিনি হৃদয়ের গভীরে বাংলাদেশের জন্য বিশেষ স্থান রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সফরের সময় তার মনে হয়েছিল যেন শিকড়গুলো গভীর থেকে টানছে তাকে। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমরা যখন প্রথম বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি যেন আমার গ্রামে ফিরে গিয়েছিলাম। সেটি একেবারেই গ্রামীণ এলাকা যেখানে আমি বড় হয়েছি। আমার শৈশবের বড় একটি সময় সেই গ্রামে কাটিয়েছি।”
বাংলাদেশের মানুষের আন্তরিক ভালোবাসা এবং সাদরে গ্রহণযোগ্যতা হামজাকে অত্যন্ত আবেগঘন করেছে। তিনি বলেন, “বাংলাদেশে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকেই এটা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমার মনে হয় না এই রকম ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।”
কিছু মানুষ হয়তো এই অভিজ্ঞতাকে অতিরিক্ত বা ভয়ংকর মনে করতে পারেন, তবে হামজার কাছে এটি হৃদয়ের কাছের একটি অনুভূতি। তিনি জানান, “মানুষ যা বলুক না কেন, এটা আমার হৃদয়ের একটি বড় অংশ দখল করে নিয়েছে। সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা আমার জন্য একেবারে বিশেষ এবং অনন্য অনুভূতি।”
