গোয়াইনঘাটে কোটি টাকার পানসুপারির জুমবাগানে হামলা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় বিনষ্ট হয়েছে দুটি খাসিয়া পরিবারের লালিত পানসুপারির জুমবাগান। রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে লতানো দুই হাজারের বেশি পান গাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখার।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার (২৮ জুলাই) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাগান দুটির আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে দাবি করছেন মালিকরা। এ ঘটনায় পুরো খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন লামাপুঞ্জি এলাকায় পাশাপাশি দুটি জুমবাগানে দীর্ঘদিন ধরে পান চাষ করতেন রিসন ও গস্মিন। দুজনেরই ধারণা ছিল, প্রতি মৌসুমে এসব পান বিক্রি করে আয় হতো লাখ লাখ টাকা। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাগানে হানা দিয়ে সব পান গাছ কেটে রেখে যায়।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাগানের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন দুই পরিবার।
হেডম্যান রিসন কংওয়াং বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ ধ্বংস করে দিয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমি ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
