শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

    পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দীঘিতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা দেখতে দীঘির চার পাড়ে দর্শকদের ঢল নামে। প্রতিযোগীতায় উপজেলার সাটি ইউনিয়ন থেকে ৬টি নৌকা অংশ গ্রহন করেন। এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    শনিবার দুপুর ১২টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রায়ন প্রকল্পের দীঘিতে জেলার পাশর্^বর্তী উপজেলা থেকে নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে। এদিন শুরুতেই সাতার প্রতিযোগীতা, হাঁস ধরা, নৌকা বাইচ ও বিকাল ৪টায় লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    বিএনপি'র স্থানীয় সদস্য মো. আজাহার সিকদার’র সভাপতিত্বে এবং আব্দুর রশিদ তালুকদার কলেজ  ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বশার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জিয়া তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, স্থানীয় জনপ্রতিনিধি-গন্যমান্যব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ অন্যন্যরা।

    তারা বলেন, নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ বছর পরে আমরা এখানে নৌকা বাইচ, সাতার, হাঁস ধরা ও লাঠি খেল দেখতে আসছি। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে।

    উৎসব মুখর এই প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি-দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন