শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • রাতের আঁধারে জয়বাংলা শ্লোগান, মামলার আসামি সাবেক দুই মন্ত্রী জাবেদ-ওয়াসিকা

    রাতের আঁধারে জয়বাংলা  শ্লোগান, মামলার আসামি সাবেক দুই মন্ত্রী জাবেদ-ওয়াসিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাৃম উল্লেখ ও ৬০ থেকে ৭০  জনকে অজ্ঞাত  আসামি করে মামলা দায়ের করেছেন আনোয়ারা থানা পুলিশ।

    ‎‎শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

    ‎মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— ১।  আব্দুল কাদের (৫০), পিতা- মৃত পেঁচু মিয়া, মাতা- বেগমা খাতুন, সাং- জুঁইদন্ডী, (শাম মাঝির বাড়ী), ১১নং জুঁইদণ্ডী ইউপি, ২।  আব্দুল খালেক (২৮), পিতা- আব্দুল কাদের, মাতা- রিজিয়া বেগম, সাং- জুঁইদন্ডী, (শাম মাঝির বাড়ী), ১১নং জুঁইদন্ডী ইউপি, ৩।  মোঃ আরিফ (২০), পিতা- মোস্তাক আহম্মেদ, মাতা- নূর নাহার বেগম, সাং-জুঁইদন্ডী, (খলিফার বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, সর্বথানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম সহ পলাতক আসামী, ৪।  মোঃ মালেক (২৫), পিতা- আব্দুল কাদের, সাং- জুঁইদন্ডী (শাম মাঝির বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, ৫।  মোঃ রহিম (২৮), পিতা- নূর মোহাম্মদ, সাং- জুঁইদন্ডী, (খলিফার বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, ৬।  মোঃ আশ্রাফ (১৯), পিতা- মৃত আহম্মদ আলী, সাং- জুঁইদন্ডী, (ধুলজনী বর বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদণ্ডী ইউপি ৭।  মোঃ দেলোয়ার (২০), পিতা- অন মিয়া, সাং- জুঁইদন্ডী, (খলিফার বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদণ্ডী ইউপি, ৮।  মোঃ মিঠু (২২), পিতা-আবুল হোসেন, সাং- জুঁইদন্ডী, ৭নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, ৯। মোঃ আনিছ (২০), পিতা- মোঃ হানিফ, সাং-জুঁইদন্ডী, (আইদার বর বাড়ী), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, ১০।  মোঃ তারেক (২১), পিতা- মোঃ কামাল, সাং-জুঁইদন্ডী, (শাম মাঝির বাড়ী), ১১নং জুঁইদন্ডী ইউপি, ১১।  সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), সাবেক সংসদ সদস্য, আনোয়ারা কর্নফুলী, পিতা- মৃত আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাং- হাইলধর, ১০নং হাইলধর ইউপি, ১২।  ওয়াসিকা আয়েশা খান (৫০), সাবেক মহিলা এমপি ও অর্থ প্রতিমন্ত্রি, পিতা- আতাউর রহমান কায়সার, সাং- তৈলারদ্বীপ, বারখাইন, ১৩।  আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), পিতা- মৃত আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাং- হাইলধর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- ৭নং সার্সন রোড, দামপাড়া, থানা- খুলশী, জেলা- সিএমপি-চট্টগ্রাম, ১৪। রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), পিতা- রেজাউল করিম চৌধুরী, সাং- হাইলধর, ১৫।  এম এ কাইয়ুম শাহ (৪৭), পিতা- আব্দুস ছবুর, সাং- বারশত, ১৬।  রেজাউল করিম আনিস (৪৩), পিতা- আমিন শরীফ, সাং- দক্ষিন ইছাখালী, হাইলধর ইউপি, ১৭।  অসীম কুমার দেব (৪৮), পিতা- অধীর রঞ্জন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, সাং-আনোয়ারা, ৭নং আনোয়ারা সদর ইউপি, ১৮।  আমিন শরীফ (৫০), পিতা- মৃত মুন্সি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, সাবেক চেয়ারম্যান, ৩নং রায়পুর ইউপি, সাং- ফকির হার্ট, রায়পুর ইউপি, ১৯।  মাষ্টার মোঃ ইদ্রিচ (৬০), পিতা- নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, সাং- জুঁইদন্ডী, সাবেক চেয়ারম্যান, ১১নং জুঁইদন্ডী ইউপি, ২০।  ইয়াছিন হিরু (৫০), পিতা- মোঃ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, সাবেক চেয়ারম্যান, ৮নং চাতরী ইউপি, সাং- চাতরী, ২১।  কাজী মোজাম্মেল হক (৫৮), পিতা-মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারা, সাং- গুয়াপঞ্চক, বৈরাগ, ২২।  মহসিন আলম (৪২), পিতা-ছালে আহম্মদ, সাং-চাতরী, ছগিরের বাড়ি, ৮ নং চাতরী ইউপি, ২৩।  সাহাব উদ্দিন (৪৫), পিতা- ছালে আহম্মদ, সাং- চাতরী, ৬নং ওয়ার্ড, সুজা মোল্লার বাড়ী, ৮নং চাতরী ইউপি, ২৪।  তৌহিদুল ইসলাম (৩৫), পিতা- মৃত জাফর আহম্মদ সওদাগর, সাং- তেকোটা, ৪নং ওয়ার্ড, ১০নং হাইলধর ইউপি, ২৫।  নজরুল ইসলাম (৪০), পিতা- আহম্মদ নবী, সাবেক সভাপতি আনোয়ারা কলেজ ছাত্রলীগ, সাং - ডুমুরিয়া, ৮ নং চাতরী ইউপি।২৬। বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), পিতা- ওয়াহেদ মিয়া, সাং- শিলাইগড়া, বারখাইন, ২৭। রাশেদ নেওয়াজ দুষ্টু মেম্বার (৫২), পিতা- নুরুল আলম, সাং-চাতরী, ০৪নং ওয়ার্ড, চাতরী ইউপি, ২৮। শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), পিতা- ঝন্টু মাষ্টার, সাং- হাইলধর, ২৯। ছগির আহমদ আজাদ (৫২), পিতা- ফজল আহমদ, সাং- তেকোটা, ৩০। জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), পিতা- জালাল আহমদ, সাং-বিলপুর, ৩১। ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), পিতা- আনোয়ার হোসেন, সাং- বটতলী, ওয়াপদার পাড়া, ৫নং ওয়ার্ড, বটতলী ইউপি, ৩২। শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), পিতা মৃত শাহাজাদা এস, এম তোফায়েল আহমেদ, মাতা- চেমন আরা বেগম, সাং- ঔষখাইন (আলী নগর দরবার শরীফ বাড়ী), ৩৩। মুহাম্মদ আনিসুর রহমান (৩৬) পিতা- আবুল হাসেম, সাং- কিংরোল, পশ্চিম পাড়া (আবুল হাসেমের বাড়ী), ১নং পরৈকোড়া ইউনিয়ন, যুবলীগ, ৩৪। গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর (৫০), পিতা- মৃত ইসমাইল সাং- ভিংরোল, খানা আওয়ামিলীগ সদস্য, ৩৫। হাছান চৌধুরী (৫০), উপজেলা আওয়ামীলীগের সদস্য, পিতা- খায়ের আহমদ চৌধুরী, সাং- বরুমছড়া, ১নং ওয়ার্ড, ফুল গাজী চৌধুরী বাড়ী, ৫নং বরুমছড়া ইউপি, ৩৬। মোঃ ফোরকান (৪০), উপজেলা ছাত্রলীগের সদস্য, পিতা- আব্দুল আলীম মেম্বার, সাং- বরুমছড়া, ৫নং ওয়ার্ড, ফাতেহ আলী মাঝির বাড়ী, ৫নং বরুমছড়া ইউপি, ৩৭। আব্দুল জলিল আজাদ (৫০), সভাপতি, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা- মৃত দুদু মিয়া, সাং- জুঁইদন্ডী, ৬নং ওয়ার্ড, ৩৮। আব্দুল মন্নান (৫০), সভাপতি, জুঁইদণ্ডী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ পিতা- মনির আহম্মদ, সাং- ছাঁইদন্ডী, ১নং ওয়ার্ড, ৩৯। মফিজ উদ্দিন (৫৫), সভাপতি, জুঁইদণ্ডী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত কালা মিয়া, সাং-জুঁইদন্ডী, ১নং ওয়ার্ড, ৪০। মোঃ নিজাম উদ্দিন (৪০), সাধারণ সম্পাদক, জুঁইদন্ডী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- ফজল উদ্দিন কাদের, সাং-জুঁইদন্ডী, ২নং ওয়াড, ৪১। আসাদুজ্জামান শিমুল (৩৭), সভাপতি, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগ, পিতা- মৃত আবু তৈয়ব, সাং- জুঁইদন্ডী, ৪নং ওয়ার্ড, ৪২। মোঃ আবু ছাদেক (৫০), সাধারণ সম্পাদক, জুঁইদন্ডী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত কবির আহম্মেদ, সাং- জুঁইদন্ডী, ৩নং ওয়ার্ড, ৪৩। জাহাঙ্গীর আলম (৪০), সভাপতি, জুঁইদন্ডী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত নুর নবী, সাং- জুঁইদন্ডী, ৪নং ওয়ার্ড, ৪৪। মোঃ হারুন (৪০), সভাপতি, জুঁইদন্ডী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- বদিউর রহমান, সাং- জুঁইদন্ডী, ৫নং ওয়ার্ড, ৪৫। ফকর উদ্দিন (৪১), সাধারণ সম্পাদক, জুঁইদন্ডী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মাওলানা ইদ্রিস, সাং- জুঁইদন্ডী, ৫নং ওয়ার্ড, ৪৬। মোঃ হোসেন (৫০), সাধারণ সম্পাদক, জুঁইদণ্ডী, খুরুস্কুল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- আলতাফ মুন্সি, সাং- জুঁইদন্ডী, খুরুস্কুল, ৭নং ওয়ার্ড, ৪৭। মোঃ আকতার (৪০), সাধারণ সম্পাদক, জুঁইদন্ডী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- জুঁইদন্ডী, খুরুস্কুল, ৮নং ওয়ার্ড, ৪৮। মোঃ ছাবের (৫০), সভাপতি, জুঁইদন্ডী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত আবুল হোসেন, সাং- জুঁইদন্ডী, খুরুস্কুল, ৯নং ওয়ার্ড, ৪৯। মোঃ হাছান (৪০), উপজেলা যুবলীগ সদস্য, পিতা- শামসুল আলম, সাং- জুঁইদন্ডী, ৪নং ওয়ার্ড (মাওলানা আজিজুর রহমানের বাড়ী), ৫০। তারেক আজিজ (৩২), পিতা- মৃত নুরুল আফসার, সাং- উত্তর চাতরী, ৪নং ওয়ার্ড, ৫১। জাহাঙ্গীর আলম (৫২), সাধারণ সম্পাদক, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা- হাসান শরীফ, সাং- বারখাইন, ৫২। মোঃ আলমগীর (৩৫), পিতা- নুরুল ইসলাম, সাং- চাতরী, ৮নং চাতরী ইউনিয়ন, ৫৩। এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), ধর্ম বিষয়ক সম্পাদক, দক্ষিন জেলা আওয়ামীলীগ, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাং- গোবায়দিয়া, বারশত, ৫৪। জসিম উদ্দিন আমজাদি (৫৫), পিতা- মৃত হাজী আবুল হক সওদাগর, সাং- বরুমছড়া, ২নং ওয়ার্ড, ৫৫। জমির উদ্দিন (৪৫), পিতা- জেবল হোসেন, সাং- বারখাইন, ৬নং ওয়ার্ড, ৫৬। আরিফুল হক সুজন (৩৩), পিতা- নজির আহম্মদ, সাং- বরুমছড়া, ফকিরের বাড়ী, বরুমছড়া ইউপি, ৫৭। সাজিয়া সুলতানা (৪০), মহিলা মেম্বার, স্বামী- কাজী টিটু, সাং- খাসখামা, হাইলধর ইউপি, ৫৮। মোঃ আমির উদ্দিন (৪৫), পিতা-জেবল হোসেন, সাং- বারখাইন, ৬নং ওয়ার্ড, ৫৯। মোঃ নাসির উদ্দিন (৫৪), পিতা- মৃত শেখ মোহাম্মদ সাং- চাতরী, ৪নং ওয়ার্ড, ৬০। নেজাম উদ্দিন (৩৩), পিতা- নুরুল আমিন, সাং- জুইদন্ডি, নুরুল আমিন খলিফার বাড়ি, ০৬ নং ওয়ার্ড, ১১ নং জুইপন্ডি ইউপি, ৬১। মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা-মৃত আহমদুল হক, সাং-৬নং ওয়ার্ড, ৪নং বটতলী ইউনিয়ন, ৬২। আসিফুজ্জামান (৩২), পিতা- বদিউল আলম, সাং- শিলাইগড়া, সৈয়দকুভাইয়া, বারখাইন ইউপি, ৬৩। নাজিম উদ্দিন (৫৮), পিতা- মৃত বাদশা মিয়া, সাং- বাংলা বাজার, রুদ্ররা, বাদশা মিয়ার বাড়ী, ৬৪। আজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, অর্থ সম্পাদক, দক্ষিন জেলা যুবলীগ, পিতা-অজ্ঞাত, সাং- বরুমছড়া, ফুলগাজী চৌধুরী বাড়ী, ১নং ওয়ার্ড, ৫নং বরুমছড়া ইউপি, ৬৫। আফতাব উদ্দিন চৌধুরী সোহেল (৪৮), পিতা-শামসুউদ্দিন চৌধুরী, সাং- চাতরী, ৫নং ওয়ার্ড, ৬৬। মোঃ দিদারুল ইসলাম (৫৫), সভাপতি, হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা- মৃত বাদশা মিয়া, সাং- কুনিরবিল, ৩নং ওয়ার্ড, ১০নং হাইলধর ইউনিয়ন, ৬৭। মোঃ নাসির (৪০), পিতা-মোঃ জালাল, সাং- চাতুরী, চনং ওয়ার্ড, ৮নং চাতুরী ইউনিয়ন, ৬৮। রনি বল (৩৬), সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, পিতা-অজ্ঞাত, সাং-আনোয়ারা সদর, বলের বাড়ী, উদয়ন ক্লাবের পার্শ্বে, আনোয়ারা সদর ইউপি, সর্ব থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম সহ আজ্ঞাতনামা ৬০/৭০ জন আসামীদের বিরুদ্ধে  এই মসমলা করা হয়েছে।

    ‎‎মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। তারা বাজার এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করছিলেন।

    ‎পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পুলিশ আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। পাশাপাশি ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

    ‎বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সকালে এসআই আবুল বাশার কর্তৃক অভিযোগ পেয়ে মামলাটি রুজু করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন