শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • ফ্যান্ডম ওয়্যারের রিপোর্ট: টেইলর মা হতে চলেছেন

    ফ্যান্ডম ওয়্যারের রিপোর্ট: টেইলর মা হতে চলেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও শিরোনামে পপ তারকা টেইলর সুইফট —এবার তার গানের কারণে নয়, ব্যক্তিগত জীবনের খবরের কারণে। তার সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, টেইলর সম্ভবত মা হতে চলেছেন। খবরটি প্রকাশ করেছে ফ্যান্ডম ওয়্যার।

    এই জল্পনার সূত্রপাত হয়েছে ব্রিটিশ টক শো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-এ সম্প্রতি তার উপস্থিতি, যেখানে সুইফটকে একটু ভিন্ন রকম দেখতে পাওয়া গেছে- অনেকের মতে তার মুখের গঠন আগের চেয়ে বেশি গোলাকার হয়ে উঠেছে।

    তবে মূল বিতর্কে আগুন লাগান প্রসিদ্ধ অ্যাসথেটিক ফিজিশিয়ান ডা. জেনিফার আর্মস্ট্রং। টিকটকে একটি ভিডিওতে তিনি বলেন, সুইফট এবং তার প্রেমিক ট্র্যাভিস কেলসি সম্ভবত বাবা-মা হতে চলেছেন।

    ডা. আর্মস্ট্রং ভিডিওতে বলেন, তার চোখের নিচে অন্ধকার দাগ, গালের হাড় আরও বেশি চৌকস দেখা যাচ্ছে। আর কেন সে তার কপাল ও ভ্রু চুল দিয়ে ঢাকছে? এটা কি কারণ সে গর্ভবতী বলে বোটক্স নিতে পারছে না?

    এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। কেউ কেউ বলেন, এমন অনুমান নিরর্থক ও বেমানান। আবার কেউ লেখেন, একজন চিকিৎসকের মুখে অন্য নারীর সম্পর্কে এমন কথা খুবই দুঃখজনক।

    একজন মন্তব্যকারী জানান, ভিডিওতে ব্যবহৃত ছবিটি আসলে গত বছরের, তাই সেটি দিয়ে বর্তমান অবস্থার মূল্যায়ন করা উচিত নয়।

    টেইলর নিজেও আগের বহু সাক্ষাৎকারে বলেছেন, তিনি ভবিষ্যতে পরিবার গড়তে চান। ২০১০ সালে ইউএস উইক্লি-তে তিনি বলেছিলেন, বাচ্চা অবশ্যই চাই! জীবনের একটা পর্যায়ে গিয়ে মায়ের মতো পরিবার গড়তে চাই।

    ২০১২ সালে মারি ক্ল্যারি-কে তিনি বলেন, আমি চাই অনেকগুলো বাচ্চা- ন্যূনতম চারটা! 

    তবে ২০১৪ সালে ইনস্টাইল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, সেলিব্রিটি হওয়ার কারণে তার সন্তানদের ‘স্বাভাবিক’ জীবন দেওয়া কঠিন হতে পারে বলেই একসময় তিনি দ্বিধায় ছিলেন।

    সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’-এর গান উইশ লিস্ট নিয়ে এখন নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন গানটি তার বর্তমান প্রেমিক ট্র্যাভিস কেলসির জন্য লেখা। গানে তিনি বলেন, আই জাস্ট ওয়ান্ট ইউ, হেভ এ কাপল কিডস, গট দ্য হোল ব্লক লুকিং লাইক ইউ।

    এই লাইন অনেক ভক্তের মতে, সুইফটের ভবিষ্যতের পরিবার ও মাতৃত্বের ইচ্ছাকে তুলে ধরে।

    এখনও পর্যন্ত টেইলর সুইফট বা তার টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ