গাজায় দুই বছর পর পুনরায় খুলল সায়েদ আল-হাশিম মসজিদ


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় ফিলিস্তিনিরা এখানে জুমার নামাজে অংশ নেন।
মসজিদটি যুদ্ধ চলাকালীন সময়ে পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয়রা মসজিদটির পুনরায় খোলা একটি অত্যন্ত আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
সায়েদ আল-হাশিম মসজিদের পুনরায় খোলা গাজার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা এটিকে আশা এবং পুনর্গঠনের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন।
দৈএনকে/ রে.আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন