কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় কার্গো সেকশনের ওই অংশে বিভিন্ন ধরনের আমদানি করা পণ্য মজুদ ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্পদের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে তদন্ত চলছে। নিরাপত্তা এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর ছিল বলে তারা জানান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছে। তিনি বলেন, বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
