শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • ট্রাম্প বললেন, ‘আপনাকে সত্যিই স্টাইলিশ লাগছে

    ট্রাম্প বললেন, ‘আপনাকে সত্যিই স্টাইলিশ লাগছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জেলেনস্কি তার পরিচিত সামরিক পোশাকের পরিবর্তে পরেছিলেন একটি কালো ফরমাল স্যুট, যা অনেকের নজর কাড়ে। জেলেনস্কির এই ভিন্নধর্মী উপস্থিতি প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই।

    বৈঠকের সময় হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে আয়োজিত মধ্যাহ্নভোজে রসিকতার ছলে ট্রাম্প জেলেনস্কির পোশাকের প্রশংসা করেন। তিনি বলেন, “আমি মনে করি, এই জ্যাকেটটিতে তাকে দেখতে দারুণ লাগছে। সত্যিই অসাধারণ! আশা করি সবাই তা খেয়াল করবে। এটা খুব ভালো, সত্যিই স্টাইলিশ। আমার বেশ পছন্দ হয়েছে।”

    জেলেনস্কির পোশাকে এ ধরনের পরিবর্তন বিশেষভাবে নজরকাড়া, কারণ ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিনি সব সময় সামরিক পোশাকেই জনসমক্ষে হাজির হয়েছেন।

    তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য পোশাকে এই রকম পরিবর্তন এই প্রথম নয়। এর আগেও, গত আগস্টে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি সামরিক পোশাকের পরিবর্তে পরেছিলেন কালো ফরমাল জ্যাকেট, শার্ট ও প্যান্ট। সেবারও তার এই আনুষ্ঠানিক সাজ-পোশাকের প্রশংসা করেছিলেন ট্রাম্প।

    ওই বৈঠকে রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন, যিনি এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজ সফরের সময় জেলেনস্কির পোশাক নিয়ে সমালোচনা করেছিলেন— বলেন, ‘স্যুট পরে আপনাকে দারুণ লাগছে।'

    তার এই মন্তব্যের পিঠে ট্রাম্প হেসে বলেন, ‘আমিও একই কথা বলেছি’। সেইসঙ্গে তিনি জেলেনস্কিকে মনে করিয়ে দেন, ‘এই সেই লোক, যে আগেরবার তোমার সমালোচনা করেছিল।'

    জেলেনস্কি জবাব দেন, ‘হ্যাঁ, আমি মনে রেখেছি।'

    চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর জেলেনস্কির সঙ্গে প্রথম সাক্ষাৎ এতটা সৌহার্দ্যপূর্ণ ছিল না। সে সময় ইউক্রেনের এ প্রেসিডেন্ট তখন জেলেনস্কি কালো ফুলহাতা পোলো শার্ট ও সামরিক ধরনের প্যান্ট পরে উপস্থিত হন, যা ট্রাম্পসহ কয়েকজন কর্মকর্তার কাছে ‘হোয়াইট হাউজের প্রতি অসম্মানজনক’ মনে হয়েছিল।

    ট্রাম্প সেবার বিদ্রূপ করে বলেন, ‘আজ কিন্তু তুমি বেশ সাজগোজ করেই এসেছ!’

    সে সময় সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কিকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি স্যুট পরেন না কেন? আপনি একটি দেশের সর্বোচ্চ পদে আছেন, অথচ স্যুট পরতে অস্বীকার করেন। আপনার কাছে কি স্যুট আছে? অনেক আমেরিকান মনে করেন, আপনি এই পদটির মর্যাদাকে সম্মান দিচ্ছেন না।’

    এর উত্তরে জেলেনস্কি বলেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, ‘ইউক্রেনে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমি আমার সামরিক পোশাকই পরব।'


    দৈএনকে/ রে.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন