চোখের ত্বককে তরতাজা রাখতে আন্ডার আই সিরামের জাদু


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চোখের নিচের ত্বক আমাদের মুখের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি। বয়স, ঘুমের অভাব, স্ট্রেস বা দূষণের কারণে সেখানে কালচে দাগ, ফোলাভাব ও সূক্ষ্ম রেখা দেখা দিতে পারে। এসব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখে আন্ডার আই সিরাম। এটি ত্বককে আর্দ্র রাখে, পুষ্টি জোগায় এবং চোখের নিচের ক্লান্তভাব দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার চোখের চারপাশের ত্বককে করে তোলে আরও সতেজ, মসৃণ ও উজ্জ্বল।
আন্ডার আই সিরাম
উপকরণ:
- কফি পাউডার – ১ চা চামচ
- নারকেল তেল – ১ টেবিল চামচ
- অ্যালোভেরা জেল – ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
১️.নারকেল তেলে কফি মিশিয়ে হালকা গরম করে নাও (২–৩ মিনিট)।
২️.ঠান্ডা হলে ছেঁকে নাও, তারপর তাতে অ্যালোভেরা জেল মেশাও।
৩️.ছোট কাচের বোতলে রেখে ফ্রিজে রাখো।
ব্যবহার:
রাতে ঘুমের আগে চোখের নিচে আলতো করে ম্যাসাজ করো। এরপর ঘুমিয়ে যাও।
দৈএনকে/জে .আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন